পৃষ্ঠাসমূহ

ছুঁয়ে গেলে

ছুঁয়ে গেলে
আবুল কাসেম তারা
------------------------------------
হীরে, সোনা, পান্না কোনটা নেবে?
দেবার সামর্থ নেই তাই কি চলে যাবে!
চোখের মণি দু’টো দেবো? যদি নেবে!
নেবে তো যা আছে! ভেবে দেখো কোনটা নেবে?
দু’টো পরশ মণি তোমাকে চিরটাকাল ছুঁয়ে যাবে।

ছুঁয়ে যাবে রাঙা অধরের ঐ সুবর্ণ রেখা,
মুছে দেবো তবো অব্যক্ত বিদীর্ণ ব্যথা।
কাঁজল দীঘির পরে আমরণ পদ্ম ফুঁটে রবে,
জল গড়াবে না, এই বুকের মোহনাটা খোলা রবে,
দু’টো পরশ মণি তোমাকে চিরটাকাল ছুঁয়ে যাবে।

ভেবে দেখো তুমি কোনটা নেবে!
আস্ত পৃথিবীটা দিলাম, বল, তুমি কি নেবে!
ভেতরে আছে জোড়ায় জোড়ায় আভরণ,
আছে একটি জ্যান্ত মণি, আছে অপূর্ব বিশ্বায়ন,
এ জনম ছুঁয়ে যাবে দাও যদি সোনালী জীবন।

তোমায় পারবোনা দিতে হয়তো কৃত্রিম নাকফুল,
ঘাস ফুল দিয়ে নাকফুল বানিয়ে কর্ণে দুলাব দুল।
তাজা পুস্প কালো কুন্তলে রেখে সাজাবো যবে,
এই প্রেমলোভা প্রাণের সীমানাটা জুড়ে রয়ে যাবে,
দু’টো পরশ মণি তোমাকে চিরটাকাল ছুঁয়ে যাবে।

আমি জানি ভালবাসার তুমি ছাড়া কিছু নেই,
দারিদ্রের খরতাপে তখনো তুমি ছাড়া কিছু নেই।
সব কিছু চলে যায় নিষ্ঠর অন্ধকারে, তুমি দাঁড়িয়ে,
ভালবাসার অসীম আলো জ্বলে তোমার অন্তরালে,
দু’টো পরশ মণি এমনি আমাকে চিরটাকাল ছুঁয়ে গেলে।

ছুঁয়ে গেলে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন