পৃষ্ঠাসমূহ

মিঠে ভাসিনী

মিঠে ভাসিনী
আবুল কাসেম তারা
=============

মিঠে ভাসিনীর আশে মোর প্রেমলোভা হৃদে দারুণ অভিপ্রায়
যামিনীর গহীন অন্ধকারে মুঠো শুভ্র প্রসুনে মজেছি তপস্যায়
যেন সহস্র বছর ধরে নিশির তমিস্রার পথ বেয়ে খুঁজছি তারে
শুধু জানি প্রিয় কাঙ্ক্ষিত হৃদের রানী আছে সীমান্তের ওপারে।
মর্মের নিকেতনে প্রভাহীন ভিটেয় জোনাকির আভাস মেলে
যেন ডাকছে আমায় মিঠে ভাসিনীর ভাষে সত্তার দুয়ার খুলে
ছুটে যাই তখনি শৈল চূড়া ডিঙিয়ে নীলজলা তটিনীর পাড়ে
ঘন তরু শ্যাম অরণ্য পেরিয়ে পদ্ম দীঘির ঐ বটবৃক্ষের ধারে।
সবি শূণ্য সবি কৃপণ বিফল হল বাসনাকে বলি ফিরে চলো
আহত বাসনা পদ্ম দিঘির কাছে একরাশ নিশ্বাস রেখে গেল
দু’চোখ পিছুপানে চেয়ে চলে কভূ যদি তার দেখা মেলে
মর্মের অভিলাষ অন্ধকারে ঠেলে দিয়ে সবকিছু যাব ভুলে।
ধরনীর বুকে আর চাইবনা কিছু তাই বিপরীতে চললাম
সেই থেকে সাধভ্রষ্ট জীবন তরী বহুদিন চলছে অবিরাম
ক্লান্ত কলেবর নিঃসঙ্গ জীবন হঠাৎ পথের বাঁকে পীড়িত
অচেনা বিশোর্ধ রমনীর সম্যক শুশ্রুষায় হয়ে উঠি জাগ্রত।
ঘন কেশ খোঁপা মোড়ানো নীল নয়না মুখে অনন্য হাসি
আহা এতটা পীড়িত আপনি চলুন গন্তব্যে দিয়ে আসি
বললাম কেগো তুমি হে কোথা থাকো এসেছো কোথথেকে
সুমিষ্ট বাক্যে এইতো কাছাকাছি এই পথ ধরে একটু বাঁকে।
মিঠে ভাসিনী প্রভূর কৃপা নিয়ে আসে আঁধার আলোকিত করে
প্রেম দিয়ে হৃদের যন্ত্রনা মুছে দেয় স্বর্গ দিয়ে শান্তির নিবাস গড়ে
অকৃত্রিম সংসর্গ ভালবাসার মূর্ছনায় মিঠে ভাসিনী রাঙিয়ে দেয়
মিঠে ভাসিনী চিরকাল সবার প্রেমলোভা হৃদের অপূর্ব প্রত্যয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন