পৃষ্ঠাসমূহ

মেয়েটি আমার

মেয়েটি আমার
----------------
তুই মেয়েটি আমার।
তুইতো জানিস না তোর জন্মের আগেই 
আমি তোর নাম রেখেছি বিবর্ণ আধার।
তাতে কি, তুইতো মেয়েটি আমার।
আপসোস! তোর বাবা আমারই বড় ভাই
প্রজাপতি খুঁজতে গিয়ে তোকেই খুঁজে পাই।
ভর দুপুরেই আমার অলস তুলিটি ঘুমিয়ে গেছে,
এখন আর গোধূলির ছবি আঁকতে পারি না,
জানি সব কিছুই তোর নেইতো জানা।
তুই মেয়েটি আমার।
আজ তোকে নিয়ে একটি কবিতা লিখছি,
তুই কবিতা, তুই ছন্দ, এখানেই তোকে দেখছি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন