পৃষ্ঠাসমূহ

সোনার জমিন

সোনার জমিন
আবুল কাসেম তারা

অন্ধকারে কালোর মাঝে
সবকিছুই কালো লাগে।
অন্ধ চোখে সাদা-কালো
সবকিছুই একই লাগে।

দেখতে হলে আলো বিহীন
কোনটি সাদা কোনটি রঙিন-
সাধ্য কি তার দেখতে পারে
চারদিকেতে সোনার জমিন?

হৃদের মাঝে একটু আলো
জ্বালিয়ে দেখো এই পৃথিবী-
ভাবছি যা সব তুমি আমি
সবকিছুই ছবির ছবি।

সাদা-কালো রঙিন ষোল
সবকিছুই দেখতে ভালো।
সব কিছুই তোমার আমার
সবকিছুই নয়তো কালো।

এই পৃথিবী তোমার আমার
ভাবতে পারো ভেবোনাতো-
ছিড়ে গেলে তানপুরাটা
আর কখনো বাজবে নাতো।

আমার মাঝে তোমার স্মৃতি
তোমার আমার মধুর প্রীতি-
এই টুকুই আসল রবে
জ্বাললে আলো দেখতে পাবে।

কিসের লাভে আসলে ভবে
একটু খানি ভেবেছো কি?
সোনার জমিন তোমার কাছে
রেখে গেলাম প্রিয় সাথী।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন