পৃষ্ঠাসমূহ

শান্তি নামের মন পাখিটি

শান্তি নামের মন পাখিটি
আবুল কাসেম তারা
-----------------------

শান্তি নামের মন পাখিটি শান্তি খুঁজে ঘুরে-
হাতের কাছে নড়েচড়ে ধরবে কেমন করে
না যদি তা দেয়না দেখা ছুটবে জগৎ ভরে।


হোকনা তাহা দেখতে যদি আকাশ সম বিশাল-
সেখান থেকেও উড়তে পারে শান্তি সুখের পাল
নকশা করা শান্তি পালের ধরিস চেপে হাল।

রাতের বেলা তারার মেলায় জমবে নিবিড় প্রেম
নীরবতায় দুঃখ গুলো চড়বে বিদায় ট্রেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন