পৃষ্ঠাসমূহ

এমন কথাতো ছিল না

এমন কথাতো ছিল না
আবুল কাসেম তারা
===============

এমন কথাতো ছিল না।।

নিরেট জলে মোর সোনার তরী,
ডুববে দুপুর বেলা এমনি করি।
তরঙ্গ মন্থনে চূর্ণ হবে,
দেহে প্রাণ ক্ষয়ে ক্ষয়ে মর্মরাবে।

সমুদ্র চেয়ে রবে আকাশ পানে, চোখ দু’টো ক্ষয়ে ক্ষয়ে জল রবে না।
এমন কথাতো ছিল না।।

সকাল, দুপুর, সাঁঝ বেলা, রাত,
ডাকবে কুঁহু কুঁহু ছোঁটবে না হাত।
ফুল হয়ে ফুঁটে যাবে জনম জনম,
গৃহ খানি করে দেবে স্বর্গ কানন।

গগণ ছেঁয়ে দেবে রাতের তাঁরায়, আঁধারে জমাট কালো কভূ রবে না।
এমন কথাতো ছিল না।।

মনের কাননে জমাট স্বপ্ন গুলো,
মুছে দিয়ে করে দিলে চূর্ণ ধূলো।
বুকের নদীটি হবে মরু প্রান্তর,
খুঁড়ে খুঁড়ে ছুঁয়ে যাবে পরশ পাথর।

মেঘ হয়ে ঝরে যাবো শূণ্য মাঠে, কোন দিন চোখে চোখ রাখা হবে না।
এমন কথাতো ছিল না।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন