পৃষ্ঠাসমূহ

অনুপম স্বাদ

অনুপম স্বাদ
আবুল কাসেম তারা
==========
আমি আছি এই বিরাট শিশুর অদৃশ্য হৃদয় পটে,
যতটা কাছাকাছি খোঁজ তারও চেয়ে সরল নিকটে।
সাথে জল, ফল, চরম তৃপ্ততা দিয়ে তোমার কাছাকাছি-
তবুও কি বলবে তুমি, যা বলছি সব মিছেমিছি?

সীমাহীন পরিধীর কেন্দ্র বিন্দুতে আছি দাঁড়িয়ে,
তব হৃদয়টি যদি দেখতে পাও, তবেই দেখবে আমারে।
তোমার জন্য সমুদ্রপূর্ণ জল, বৃক্ষ, অক্সিজেন নিয়ে এসেছি,
তবুও কি বলবে তুমি, যা বলছি সব মিছেমিছি?

আমি মহা প্রেম, শুধু্ই প্রেম, বিমূর্ত প্রতিকৃতি,
আমি মূর্তিমান প্রতিটি প্রেমে, সংসর্গের আকৃতি।
আমি তুলো, ধূলো, কঠিন, তরল, বায়বীয়-
তোমা হতে প্রেম আস্বাদনে আমি আমাতে অমিয়।

ক্রন্দনরত চোখের জলে মূর্ছে যাওয়া আহাজারি, আমি সেই, 
ঝরে যাওয়া ফুলকে দেখে মর্মে বিধুর প্রহৃত, আমি সেই।
আমি মিষ্টি বধুর চিবুকে চুম্বনের ‍অনুপম স্বাদ মিলে আছি,
তবুও কি বলবে তুমি, যা বলছি সব মিছেমিছি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন