পৃষ্ঠাসমূহ

আর একটি বার

আর একটি বার
আবুল কাসেম তারা
============
প্রিয় প্রেম তুমি অঙ্কুরিত হ’য়োনা।
স্বীয় বিলুপ্তি ক্ষণে শুধু একবার চক্ষু মেলে দেখো,
আমি তাকে ভালোবাসতাম এইটুকু জেনে রেখো।
আমার সুপ্ত বাসনাগুলো স্বচিত্তে খেলা করে,
কখনো হাসে কখনো কাঁদে অদৃশ্য পথ ধরে।


প্রিয় প্রেম আমি দেখি তুমি অপূর্ব!
স্বীয় লোভাতুর প্রাণটি আমার তোমাতে লুকিয়ে রাখি,
যতবারই দেখেছি তোমায় ততবারই বলতে রেখেছি বাকি।
আমার ভীরুতাকে সাঙ্গ করে যবে তোমায় বৃহৎ ভেবেছি,
তাই অদৃশ্য ভর্তসনা আমার সামনে খেলে যায় কানামাছি ।

প্রিয় প্রেম তুমি প্রকাশিত হ’য়োনা।
আমার প্রিয়তমা তবে লজ্জা পেতে পারে,
অপ্রিয় দরিদ্রতা আর সাদামেটে জীবনের ধারে।
সেদিন ডেকেছিলুম, একটু হেসেছিল বসেছিল পাশে।
স্বীয় বিলুপ্তি ক্ষণে সে যদি আর একটি বার পাশে এসে বসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন