পৃষ্ঠাসমূহ

মাটির গাড়ি

মাটির গাড়ি
আবুল কাসেম তারা

দুই শত ছয় কাঠির পরে
প্রলেপ করা এই গাড়িটা,
তেত্রিশ খন্ডে মিলে দন্ড
অদৃশ্য যে তার ইঞ্জিন টা।

এক লক্ষ কিলোমিটারের
তার মাঝে যে নদী আছে,
তিন সহস্র পঞ্চাশ কোটি সুক্ষ্ম কণা
দুই শত মাইল বেগে চলছে।

তের ভাগের একটি ভাগে
স্রোত নিয়ে সে বয়ে চলে,
মোহনাটা বাম সীমানায়
চলে ইঞ্জিন ধেয়ে চলে।

সকাল শেষে প্রখর দুপুর
স্বীয় শক্তির কেতন শেষে,
বিকেল বেলায় স্নিগ্ধ মায়া
সন্ধ্যা শেষে ধুলায় মেশে।

মাটির গাড়ি পাটের খড়ি
খোঁজে ফেরে টাকাকড়ি,
ভেঙেচূরে পঁচেই গেলে
কি’বা নেবে সঙ্গে করি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন