পৃষ্ঠাসমূহ

একটি দলিল

একটি দলিল
আবুল কাসেম তারা
----------------------
একটি দলিল লিখতে গিয়ে
শূণ্য থেকে শত কিংবা শতোর্ধ বছর লাগে।
দলিল খানা পূর্ণ হলেই শূণ্যেতে যায় ভেসে।
কেউ কি জানো দলিলটিতে কি লেখা হয় শেষে?

দু’জন লেখক আমার কাছেই থাকে,
তাঁরা কয়না কথা, খায়না আহার সাথে,
জন্ম থেকেই তাঁদের সাথে বাস করি এক ঘাটে।
কেউ কি কভূ এমন লেখক দেখছো কোন হাটে?

শূণ্য বৃত্তের আসন থেকে দেখেন মহারাজা,
দলিলটিতে আর কতটি রয়েছে শূণ্য পাতা,
শূণ্য পাতা পূর্ণ হলেই দলিল বুঝে পাবো,
ঐ আকাশের নীল সীমানায় উধাও হয়ে যাবো।

সেদিন খুঁজতে গিয়ে আমায় আমি
খুঁজে পেলাম একটুখানি টুকরো জমি।
হাতের কাছে নেইতো কেহো, লেখক দু’জন চলেই গেছে,
শূণ্য আমি, দলিল খানা বুঝিয়ে গেছে মহারাজের কাছে।

ঐ দলিলে যা লিখেছে সব টুকুই আমার আমি,
সব টুকুই আমায় দেবে থাকবেনাতো একটু খানি।
কালোর জন্য নয়তো আলো, ভালয় পাব সাত পৃথিবী,
দলিল খানা সামনে রবে দেখবো আমি আমার ছবি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন