পৃষ্ঠাসমূহ

কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়া
আবুল কাসেম তারা
-------------------

কৃষ্ণচূড়া! তুই কি আমার ভালোবাসা নিবি?
তোর থেকে কি রঙের ছোঁয়া একটু আমায় দিবি?
হলেম না হয় সাদামেটে একটি বুনো পাখি
একটু খানি দেখবি মেলে আপন দু’টি আঁখি ?
আমার গানের সুরে সুরে হতে পারিস পরাগায়ন
রঙ লাগিয়ে রঙিন করে করিস যদি আমায় চয়ন।
রাতের আঁধার চাঁদের কিরণ প্রভাত রবির সোনা দিয়ে
আলো আঁধার জনম জনম কেটে যাবে তোকে নিয়ে।

কৃষ্ণচূড়া! তুই কি আমার ভালোবাসা নিবি?
তোর থেকে কি মোর অধরে ঠোঁটের ছোঁয়া দিবি?
হয়তো আমি অনেক দামি নই তো কোন মতি
তবে আমি শত রঙের রঙিন প্রজাপতি !
আমার ছোঁয়ায়, মধু পানে, হতে পারিস পরাগায়ন
তোর আধারে পুণ্য জলে করাস যদি অবগাহন।
রঙে রঙে প্রাণের সুরে, সুরের বর্ণে হীরে দিয়ে
আলো আঁধার জনম জনম কেটে যাবে তোকে নিয়ে।

কৃষ্ণচুড়া! তুই কি আমার চক্ষু দুটো নিবি?
সাথে দেব হৃদয় টি মোর যেমনি রেখে দিবি!
না হয় আমি দেখবো না আর জনম জনম তোরে
হৃদয় টি মোর ভাববে না আর আকাশ কুসুম করে।
আমার আমি থাকবো না আর শূণ্যে দেব পাড়ি
দেখবি না আর দেখতে তোকে দিচ্ছি আমি আড়ি।
অন্তঃকোণের তীব্র টানে ছুটবি যেদিন আমার পিছু
নীলের গায়ে মেঘ ছাড়া আর দেখবি না তুই অন্য কিছু।

কৃষ্ণচূড়া







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন