পৃষ্ঠাসমূহ

বাকি

বাকি
আবুল কাসেম তারা
------------------------
দৈর্ঘ্য টা মেপেছো কি তোমার,
শুরু থেকে শেষ অবধি কতটা কি?
কত টুকু ক্ষয় হয়ে কত টুকু আর রয়েছে বাকি?
মোহে মোহে ছুঁটছো কোথায়,
শেষান্তে অপেক্ষমান ঐ গর্তটি দেখেছো কি?
ভেবেছো কি এত কিছু পেয়ে এক বিন্দুও সাথে যাবে কি?
আস্ত পৃথিবী তুলে দিলেও হে মানুষ!
প্রত্যাশার আর একটি পৃথিবীর মোহ থাকবেই,
থেকেই যায় কেন শেষান্ত পর্যন্ত আর একটি সম বাকি!
হে জন্ম তোমার মৃত্যু রইল বাকি,
কবে কখন কত নিকেটে দূরত্ব দেখনি,
শুধু চেয়ে গেলে নিয়ে গেলে, তার পরও চাওয়া রইল বাকি।
একটি কঠিন পাপ করে গেলে,
ঢেকে দিলে সুকৌশলে কেউ দেখেনি সেই ফাঁকি,
কেউতো দেখেনি, যে দেখেছে দেখে সেও চুপচাপ রেখেছে বাকি।
হে অবিনশ্বর পূত পবিত্র প্রভূ!
অপূর্ব কায়া দিলে, ছাঁয়া দিলে, মোহ কেন দিলে?
দেবে সরল স্বর্গটাই লুফে নেব, কেন নরকটাও সাথে দিলে?
যা দেবে সবইতো আমারই ভুগবার,
আমিতো সব চাইনি! পারো শুধু দৈন্যতা দেবে কি?
সুখ দিও না, ঢেলে দাও দুঃখ যত পারো, সুখ থাক না এখানে বাকি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন