পৃষ্ঠাসমূহ

দৈত্য তাড়াও

দৈত্য তাড়াও
আবুল কাসেম তারা
=======================
কোথায় জাতিসংঘ, কোথায় মানবাধিকার, কোথায় অর্প!?
কোথায় বিশ্ব প্রেমি মহা নেতাজীর দর্প!?

আজি শিশুর বুকে বিধছে বুলেট
পুড়ছে মাটি, জ্বলছে নারী, হচ্ছে সবি খর্ব।

আজি শিশুর সামনে ধর্ষিতা মা কাঁদছে
দুধের শিশু ছিনিয়ে নিয়ে পিষ্ট করে মারছে।

রক্তস্নানে অট্ট হাসি, আর্তনাদে কানামাছি
বিশ্ব নেতা দেখছে যবে চুপিসারে হাসছে।

তেল খেয়েছে, জল খেয়েছে, দেশ দখলে ব্রত
মহান নেতা দানব থাবায় মারছে শত শত।

দৈত্য নীতি পশুচারণ বিশ্বব্যপি পুড়ছে
মহা নেতার দানের রাজা রক্ত নিয়ে খেলছে।

জঙ্গী নামে খ্যাত করি মুসলমানকে মারছে ধরি
অত্যাচারির ভাষ্য শুনে কানপাকার নাচছে।

মিথ্যেচারের মিথ্যে বুলি, রক্তচোষার নগ্ন হোলি
পিষ্ট করো, ধ্বংস করো, বিশ্বপিতার কৃপাণ ধরি।

মিথ্যেবাদি ছলচাতুরের বুকের পরে লাথথি মার
অত্যাচরির বিনাস পেতে আল্লাহ নামের শক্তি ধর।

সত্য ন্যায়ের হাতকে আজি বজ্র বেগে কার্যকর
পৈশাচরির থাবার পরে রক্ত ঢেলে নিপাত কর।

সুপ্তেরত জাতিসংঘের বৃত্ত থেকে দৈত্য তাড়াও
শক্তিমান এক পাথর এনে শক্ত করে ধরে দাঁড়াও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন