পৃষ্ঠাসমূহ

জীর্ণ টুসি

আবুল কাসেম তারা
=============

কুড়িয়ে পেয়ে ভীষণ খুশি!
নেই যে তাতে ঈদের মাসি
ধুলায় গড়ায় সোনার হাসি
কত খুশি জীর্ণ টুশি!

ঈদ তুমিতো বেজায় খুশি!
আমার প্রাণে মানব পুষি।
ঐ শিশুটি কত খুশি-
পথকলি জীর্ণ টুসি।

চোখ দু’টো তার আপন জগৎ-
বুক খানা তার ব্যথায় পাবক।
ঈদ তুমিতো বেজায় খুশি!
বুঝতে পারো আমার খুশি?

ঈদ দিবসে টুসির আড়ি-
ঘরের চালায় চাঁদের বাড়ি।
একটু খানি চোখের পানি-
এক ফোঁটাতে ভিজল জমি।

চোখ দু’টো তার আপন জগৎ-
বুক খানা তার ব্যথায় পাবক।
ঈদ তুমিতো সুখের হাসি!
বুঝতে পারো আমার খুশি?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন