পৃষ্ঠাসমূহ

তোমাকে তেমনই লাগে

তোমাকে তেমনই লাগে
 আবুল কাসেম তারা

তুমি যখন যেমনি তেমনিই তুমি অপরূপ! মনে রেখো-
আয়নাটি মোর চোখের তারায়, তোমাকে তুমি দেখো।
দেখতে তোমায় একুশ একুশ ষাট হলে কার কি?
ভালোবাসা যদি ষাটেই থাকে একুশের মতই।
অপরূপ ঐ প্রাণ পাত্রে তবো কঁচি প্রাণ বাস করে,
‘সখ্যতা’ ষাট বিলীন করে একুশে একুশে চড়ে।

ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্রকে করে দেখো সাফ মাটি,
চক্ষু খুলে দেখবে তখনই হয়ে গেছে সব খাঁটি।
গঙ্গার জল সমুদ্রে ছোঁটে আলো বাতাসে মিলি,
ফের এসে সে গঙ্গার বুকে স্রোত বয়ে যায় চলি।
মানুষের প্রেম মসজিদে যেরূপ মন্দিরে তদ্রুপ-
যা খোঁজে তা শেষে খুঁজে পায়, ঐ একই মহা রূপ।

তুমি যখন যেমনি তেমনিই তুমি অপরূপ! মনে রেখো-
তুমি তুমিই, তোমার তূল্য নেই কেউ চেয়ে দেখো।
ঐ চোখ দুটো জানি আমার কাছে শত বছরের চেনা,
ষাট রবে কেন একুশ হয়েই থেকে যাবে চেনা জানা।
তুমি কি ভাবো ষাটের দশকে ভালোবাসতে কারো নেই?
তুমি সদা ফুল, ফুল চিরকাল একুশের মতই।



একুশ একুশ লাগে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন