পৃষ্ঠাসমূহ

বন্ধ গলির অন্ধকারে

বন্ধ গলির অন্ধকারে

আবুল কাসেম তারা

তোমায় নিয়ে আমার লেখা এই কবিতা রেখে গেলাম,
জেনে রেখো ভালবেসে এতটা কাল কোথায় ছিলাম।
মেঘের কাছে লুকিয়ে রাখা একটুখানি আশার আলো
আলোর মাঝে লুকিয়ে রাখা অবহেলার মলিন কালো।
বন্ধ গলির অন্ধকারে বর্ণচোরা স্বর্ণলতার বুকের মাঝে
কতটা কাল লুকিয়ে ছিলাম একটি বারো দেখোনি যে।
দেখোনিতো একটি দিনো হাতের কাছে পরশ পাথর
অন্তরালে কেমন করে মিলিয়ে ছিলাম রাঙা অধর।
অচেতনে কখন তোমায় কতোবারই ছুঁয়ে গেছি
কতোবারই চোখের তাঁরায় তব তরেই মিলে গেছি। 
রাত্রি যখন নিঝুমপুরি এপাশ ওপাশ ছেয়ে কালো
বন্ধ গলির অন্ধকারে হাসতো আমার কান্না গুলো।
ফোঁটা ফোঁটা জল গড়িয়ে বিশাল দুটো নদীর ধারা
নিঝুম রাতের ভাবনা গুলো করে দিত দিশেহারা।
নাইবা হলে চিরসাথী, এই চিঠিতে রয়েই  গেলে
খুঁজবে যেদিন পড়বে চিঠি পুঁড়বে সেদিন মর্মে জ্বলে।
গুনে গুনে একটি প্রেমের ফেলে দেয়া হিসেব গুলো
পাবেনাতো একটু কণা দেখবেনা তার ধূলো গুলো।


বন্ধ গলির অন্ধকারে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন