পৃষ্ঠাসমূহ

একটি মানুষ

একটি মানুষ
আবুল কাসেম তারা
============

আমি একটি মানুষ।
কিছু মাটি, কিছু জল
কিছু বায়ূ, কিছু মল
কিছু লালা, কিছু জ্বালা
কিছু অগ্নি, কিছু পাথর,
কিছু ধাতু, কিছু রঙ
কিছু প্রেম, কিছু স্বার্থপরতা
কিছু সুখ, কিছু দুঃখ
কিছু ভালো, কিছু মন্দ
পৃথিবীর সবকিছুকে সংযুক্ত করে
আমি একটি পূর্ণাঙ্গ মানুষ।

কি নেই আমার মধ্যে?
আমার জন্যই প্রাণীজগত,
আকাশ, বাতাস, তরু-লতা
গ্রহ, নক্ষত্র, পুরো বিশ্বভ্রমান্ড।
আমি একটি জ্যোতি-
এক প্রান্তে দাঁড়িয়ে সব প্রান্ত দেখি।
বুঝতে পারো আমি কে?
আমি শুধুই একটি মানুষ।

আমি পৃথিবী থেকে পাড়ি দিই
পলকেই শূণ্যের ওপারে গিয়ে থামি।
আমি অন্য কিছু নই, আমি একটি মানুষ।
মানুষ যতো বড়, তার সম্মান ততো দৃঢ়,
হোক সে ধনী কিংবা দরিদ্র।
মানুষই পারে মানুষকে শ্রেষ্ঠ সম্মান দিতে,
মানুষই পারে মানুষকে টিকিয়ে রাখতে।
এছাড়া যা আছে, তা কখনো মানুষ নয়।
হা হা হা! ওরা দৈত্য, কিন্তু মানুষ নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন