পৃষ্ঠাসমূহ

সীমানা পেরিয়ে গেলাম

সীমানা পেরিয়ে গেলাম
আবুল কাসেম তারা
-------------------------
সুখ পাখিটির খোঁজে চলছি এই পৃথিবীর পথে
চড়েছি আপনারে নিয়ে এক জোড়া কোমল রথে
সখি তোর খোঁজে এলাম, একটি সীমানা পেরিয়ে গেলাম!

শীতল হতে চেয়ে বরফের খোঁজে
শক্তে দাঁড়াতে চেয়ে পাথরের খোঁজে
সরল বিশ্বাসে সমতলে তাকালাম, মনের মত সব খুঁজে বেড়ালাম।

যেন হাঁটতে হাঁটতে বহু দূর এলাম
একটি বরফের পথ দেখতে পেলাম
বরফ মাড়িয়ে হেঁটে হেঁটে, বরফের সীমানা পেরিয়ে গেলাম।
যখন আরো কিছু দূর হাঁটতে থাকি
একটি পাথরের পথ দেখতে পেলাম
ক্ষতবিক্ষত পায়ে হাঁটতে গিয়ে, পাথরের সীমানা পেরিয়ে গেলাম।
যখন আরো কিছু দূরে এগিয়ে গিয়েছি
একটি সরল সমতল দেখতে পেলাম
আঁকাবাঁকা সমতলে হেঁটে হেঁটে, সমতলের সীমানাও পেরিয়ে গেলাম।

অদ্যাবধি একটি সহজ সরল পথ কোথাও পেলাম নারে!
কখনো বিশ্বাস করে চোরাবালিতে পড়েছি!
কখনো পাথরের ঘায়ে ক্ষতবিক্ষত হয়েছি!
কখনো উত্তপ্ত বরফের বুকে সহসাই চিৎকার করেছি!

এখন সূর্যের কাছে আলো চাইতেও ভয় লাগে
হয়তো পুঁড়ে যাবো, আলো চেয়ে হাত বাড়ালেই তবে!
আপন দেহটাকে ছিদ্র করে রস খেয়ে তৃষ্ণা মেটাতে দুঃখ নেই
কেননা, নদীর কাছেও জল চেয়ে তৃষ্ণা মেটাতে দারুণ ভয় পাই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন