পৃষ্ঠাসমূহ

পুড়িয়ে দিও না

পুড়িয়ে দিও না
-----------------
জানি মরন আছে, কখন যে কোথায় মরি-
কারো অজান্তেই হয়তো হবো মৃত্যুর সওয়ারি।
মৃত্যুর সাথে সাথে কেহ বা আগুনে দগ্ধ করে দেহ করে ছাই
ভাবছি তখন থেকেই শুরু হবে কি কারো অগ্নি বালাই?
না! তোমরা আমাকে কভূ পুড়িয়ে দিও না, 
দিও শুদ্ধ গোসল, লাগবে কোমল কোমল
নিও শুভ্র কাফনে মুড়িয়ে যেথায় সোনালী আঁচল। 
দারুণ যতনে রেখো অমোঘ মাটির কোলে 
কালেমার সুর ধ্বনিতে যাই যেন সব দুঃখ ভুলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন