পৃষ্ঠাসমূহ

কে মানুষ

কে মানুষ

আসলে কে মানুষ, কে মানুষ নয়
মৃত্তিকার প্রণয়ে সমতলে মানুষেরা দেয়
সততই মহার্ঘ মানুষের পরিচয়।

এই মানুষেরা আসে সব একই নিয়মে
বেঙাছি পোকা সদৃশ জলমগ্ন অন্ধকার পেরিয়ে
আসে যোনি পথের হায়া ফটক দিয়ে মুড়িয়ে।

অতঃপর মানুষ নামে চিহ্নিত হয় মানুষ।
মৃত্তিকার বুকে দু’চরণে ঠাঁই করে নিয়ে
কেউ কেউ হয়ে যায় মানুষ থেকে অমানুষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন