পৃষ্ঠাসমূহ

করুন নিঃসঙ্গ

করুন নিঃসঙ্গ
আবুল কাসেম তারা
-----------------
চারদিক থেকে ওরা এলো ভয়ঙ্কর রূপে
ওরা এলো অন্ধকার হয়ে তেড়ে ক্ষেপে!
এলো রক্তচোষা বাদুড়, শকুন, হায়েনা
কিমাকারে ক্ষিপ্রাকারে যায় না চেনা!
এলো তুফান হয়ে ঝেড়ে সরস সফেদ
আপদ, দুঃখ, দুর্দশা ঘিরে হলো বিপদ!

একটু একটু করে ভুল গুলো ভুলের পাহাড়
তেলে জলে মলে মেখে করে নিত্য আহার।
অজ্ঞাত ভবিতব্য ধীরে ধীরে সামনে আসে
মাঝখানে একা বেড় দেয় বিপদ চারিপাশে!
ডাকে বিধাতাকে বিধাতা ব্যর্থই চেয়ে থাকে
হুঁশহীন অধমের কান্নার করুণ ছবি আঁকে!

এই মানুষেরা জানে না কখন সে শুধুই একা
স্বয়ং আপদকালীন শেষপাড়ে যায় তা দেখা!
মাটির গহ্বরে নিথর কঙ্কালের কেউ কি থাকে?
যখন দলবেঁধে চাবুক মারে কেউ তার ছবি আঁকে!
কারো জন্যই সব করে যায় মানুষ স্বয়ং একা
কেউ কারো নয় তন্ময় বুঝাযায় কতটা একা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন