পৃষ্ঠাসমূহ

সুখ আসবে ফিরে

সুখ আসবে ফিরে
আবুল কাসেম তারা
=================
সুখ আসবে ফিরে দুঃখের রাস্তা ধরে!
রাতের পথটি ঘুরে দিবস ফিরবে ভোরে।
ভ্রান্ত পথের গোলকধাঁধায় পড়ে পথিক পথ হারিয়েছে কবে
দিশাহীন সরল পথিক চেনা পথে এসে থামবে তবে।

হায়েনারা পথে পথে, কুমির জলের ঘাটে-
পথিকের সমস্ত পথ বিষ-কাঁটায় ছড়িয়ে আছে!
তবুও এমন পথের শেষে সুখ বলে কিছুত আছে!
চলতে চলতে ঠিক ভয়ানক পথটিও পেরিয়ে যাবে।

খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে শুধু এই কথা মনে ধরে
সুখ আসবে ফিরে, এই দুঃখের রাস্তা ঘুরে!

সোনালী আভা ধীরে ধীরে আঁধার মাড়িয়ে দিবে
আলোর পাখিরা গান গেয়ে আকাশে উঁড়ে বেড়াবে।
আহা! স্বাধীন বাসনা, স্বাধীনতার পর কেন হাসে না!
যার ভালোবাসার কথা, সে কেন ভালোবাসে না!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন