পৃষ্ঠাসমূহ

এই আমি সেই তুমি

এই আমি সেই তুমি
আবুল কাসেম তারা
===============
প্রিয় শত রূপে শত সহস্র বার তোমায়
দেখেছিলেম এই ভাটে, হৃদয়ের কাছাকাছি!
যেন বার বার এসে আমি বার বার ফিরেছি
একবার হাত ধরে বহু বার কেঁদেছি!

সেই আদমের বেশে ধরেছি হাওয়ার হাত
তার পর হতে শেষ হলো, এই শেষ রাত!
আমি যুগে যুগে এসে যুগে যুগে ফিরেছি
যত বার জন্মেছো তুমি ততবারই এসেছি।

অ্যাডোনিসের বেশে এসে আফ্রোদিতির হাত ছুঁয়েছি
কিউপিড হয়ে অপরূপা সাঈকির কাছে ছুঁটে গিয়েছি।
কখনো ক্লিওপেট্রা, হেলেন, নুরজাহানকে দেখেছি
কখনো পদ্মাবতি, মহুয়া, রাবেয়া, শিউলীর কাছাকাছি।

আমি ফিরে ফিরে আসি ফিরে যাই ঠিক আমাতে
অনামিকা! তোমার অঙ্গুরীয় হতে, তোমার হাতে!
মৃত্তিকায় ফুল হয়ে ফুটে আমি ঝরে যাই মৃত্তিকাতে
মাটির সূক্ষ্ম কণায় স্বাক্ষর রেখে ফিরে আসি নতুন রূপে।

এখনো এই আমি সেই তুমি!
রয়েছি নিকটেই তুমি আর আমি।
যখন হৃদয় চাহে হৃদয়ের কাছাকছি
তখন ভেবে নিও তুমি আছো, আমি আছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন