পৃষ্ঠাসমূহ

তুমি আমি হলে একাকার

 তুমি আমি হলে একাকার
আবুল কাশেম তারা
===============

তটিনীর প্রবাহে ভেসে যাবো যেথা নিয়ে যায়...
হয়তো ভাসিয়ে নেবে কোন অর্ণবে নয়তো অজানায়...
স্রোতের প্রতিকূলে তাকাবোনা কোনদিন থাকবে না কোন তরী
তুমি আমি নইতো গাঙচিল ডানা মেললেই কভু ফিরতে পারি?
আমার হাতের মুঠোয় ধরে রাখা হাতটি রেখো শক্ত করে
ঝড়, সাইক্লোন, সুনামি যা’ই আসুক ভয়ে দিও না ছেড়ে।
তুমি আমি মিলে হয়ে যাবো যবে একাকার
অগ্নিশিখার নিচে পড়ে রবে সমস্ত অন্ধকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন