পৃষ্ঠাসমূহ

আমার অনন্ত ভিটে

আমার অনন্ত ভিটে
আবুল কাসেম তারা
============
সেখানে নরম কাদামাটি
প্রবাহমান পায়রার জলে প্রলেপ করা
আমার অনন্ত ভিটে-
একদিন নিদ্রিতে আমি
কুবো পাখির ডাকে ঘুমভেঙে দেখি
জোৎস্নার প্রেমময় হাসি।
সেই রূপ এমনই রূপ,
প্রকান্ড পৃথিবী জুড়ে খুঁজে খুঁজে
আর একবার একটিও দেখিনি।
সেখানে নরম কাদামাটি
প্রবাহমান পায়রার জলে প্রলেপ করা
আমার অনন্ত ভিটে-
একদিন প্রভাতি কিরণ
নিদ্রামগ্ন আমায় ঘুম থেকে তুলে
মানিকঝুড়ির পূর্বাসীকে দেখালো,
এত রূপ, এত নিবিড় নির্মল সুদৃশ্য রমণীয়,
প্রকান্ড পৃথিবী জুড়ে
আর একবার একটিও দেখিনি।
সেখানে নরম কাদামাটি
প্রবাহমান পায়রার জলে প্রলেপ করা
আমার অনন্ত ভিটে-
একদিন আমতলীর আম্রকাননে
সবুজ পাতার আড়ালে দুপুরের ঘর্মঝরা রোদে
কে আমায় চমকে দিল,
আমি নির্বাক তন্ময় চোখে দেখলাম,
কি যে দেখলাম!
প্রকান্ড পৃথিবী জুড়ে
আর একবার একটিও দেখিনি।
সেখানে নরম কাদামাটি
প্রবাহমান পায়রার জলে প্রলেপ করা
আমার অনন্ত ভিটে-
প্রান্তরে মটরলতা,
সরষের পাপড়িতে ছুঁয়েচলা প্রজাপতি
আছে কালো কালো মহিষের পাল,
আমি পৃথিবীর সকল শুদ্ধকে ছুঁয়ে বলতে পারি,
প্রকান্ড পৃথিবী জুড়ে
আর একবার একটিও দেখিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন