পৃষ্ঠাসমূহ

একটি কাঁচা মরিচ হবে?

একটি কাঁচা মরিচ হবে?
আবুল কাসেম তারা
-------------------------------------
একটি সবুজ বর্ণের কাঁচা মরিচ হবে?
ভারত বর্ষে কেউ কেউ যাকে কাঁচা লঙ্কাও বলে।
দু’মুঠো পান্তা, একটু লবণ আর একটি টাটকা মরিচ-
আহা! আউশ চালের লাল বর্ণের দারুণ মিঠে ভাত!
চেটে চেটে খেতে ভালো লাগতো মায়ের এঁটো হাত।
আমি সত্তর দশকের পরের কথাটি বলছিরে ভাই!
পরম তৃপ্তিতে খেয়েছি, তুমি কি পেয়োছো সেই স্বাদ?
দুপুরে ভাতের মাড় একপ্রকার মধুর মতই লাগত।
পরম তৃপ্তিতে খেয়েছি, তুমি কি পেয়োছো সেই স্বাদ?
কালিজিরা বাটা পাটায় মাখানো এক মুঠো ভাত,
মায়ের হাতে খেয়ে আবার খুঁজেছি, কি যেন অপূর্ব স্বাদ।
আজ একবিংশ শতাব্দীতে সবই আছে দেখার মত,
চকচকে, ধবধবে, অপূর্ব দেখতে, কিন্তু এ যেন চরম বিষাক্ত।
কালো বর্ণের মমতাময়ী মামীটির মত মামীর বড়ই অভাব,
অভাব নিঃস্বার্থ মনের পিসি-মাসি আর পরম প্রতিবেশীর।
এখন পথে প্রান্তরে, গাছের ডালে ডালে অজস্র কাক আছে,
মাঠে মাঠে, ঝাঁকে ঝাঁকে, শুভ্র বর্ণের বক গুলো যেন নেই,
খাল নেই, গাং নেই, গাংচিল নেই, বালিহাঁসের দেখা নেই,
খল্লা মাছ, মেনি মাছ, পাবদা, কাকিয়া, চিতল ওরাও নেই!
ওদেরকে শিশুতোষ পুস্তকে দেখে, ধরতে গিয়ে দেখি সাদা পাতা,
এখন আছে ফর্মালিনের তাজা বড় বড় মাগুর, রুই, কাতলা,
একবার পেটে গেলে, পেটের ভেতরটা করে দারুণ জ্বালা।
হে শিশু! আমি হয়তো পঞ্চাশ গড়াতে পারি কিনা সন্দিহান,
এখনি প্রতিহত করো কৃত্রিম বিষাক্ত উৎপাদন, হও সচেতন।
নির্ভেজাল ভালোবাসো নিজেকে, বিশ্বকে, পাশের মানুষটিকে,
ক্যামিকেল কারখানাটি গুঁড়িয়ে দিয়ে বাঁচাও এই নদীটিকে।
আমিতো সাঁতার জেনেছি, সাঁতার কেটেছি, ডুববো না।
সাঁতার না শেখলে একদিন সত্যিই ডুবে যাবে, বাঁচবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন