পৃষ্ঠাসমূহ

পথকলির আকুতি

পথকলির আকুতি
আবুল কাসেম তারা
----------------
পথকলির ললিত আকুতি-
কেউ আমাকে করুণা করো না!
তোমাদের মতই একটু জীবন আছে
আমি উন্মুক্ত ছাউনি তলে পথে বিপথে-
অবহেলায় অনাদরে আশা নিয়ে বেঁচে আছি
আমি মানব শিশুকেও কেউ কেউ ভাবে মশা মাছি।

না'হয় ক্ষুধার্ত চিত্তে হাত বাড়াই,
তোমাদেরকে বটবৃক্ষ ভেবে ডালপালা নাড়াই!
ক্ষুদ্র চোখ দু’টো আমার তোমাদের মুখো পানে
যবে পাই, নয়তো ফিরে আসি পরিত্যাক্ত ডাস্টবিনে!
আমি কখনো ক্ষুধায় পাগল, নয়তো হই বেহুঁশ
তোমরা জানো আমিও মানুষ, আমি এক ক্ষুদ্র মানুষ!

কারো শিয়র তলে নরম বালিশের কাছে
ছয় সহস্র টাকা বালিশের মূল্য লেখা আছে!
পালঙ্ক অবধি যেতে বালিশের শেষ দাম টুকে
তেরো হাজার টাকায় বালিশটির খুশির মূল্য চুকে!
আমায় দেবে, একটি একশ টাকার লাল জামা কিনে?
জানি পারবে না, সহসাই তাড়িয়ে দেবে পথশিশু ভেবে!

পথকলির ললিত আকুতি-
কেউ আমাকে ঘৃণা করো না!
পথে কাগজ কুড়িয়ে বাঁচার চেষ্টা করি
যদি তাতেও না মেটে ক্ষুধার জ্বালা, থাকি অনাহারী!
তোমাদের ফেলে দেওয়া এটো খাবারের জানি মূল্য থাকে না
আমি কুড়িয়ে খাই আহ্লাদে, আমি চোর নই, তাই লজ্জা লাগে না!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন