পৃষ্ঠাসমূহ

কক্ষ পথে

কক্ষ পথে
আবুল কাসেম তারা
============
প্রিয় অক্ষটি ছুঁটে কোন কক্ষ পথে?
জল মাটি বায়ূ আর অগ্নি সাথে,
পথের শুরুটিতে ফিরে ফিরে চাই
ফেলে আসা পথটির বিন্দুটি নাই।

জানিনাতো অক্ষটি যাচ্ছে কোথায়?
জল মাটি বায়ূ আর অগ্নি গুহায়,
এখানেই বাস মোর নড়বড়ে ঘরে
কখনযে ছিটে পড়ি অক্ষটি ছেড়ে।

যাযাবর অক্ষটি ভালবাসে মোরে,
আছি তার অতিথি ক্ষণসম ধরে।
নাফেরার দেশটিতে মোর শূণ্য ভিটে         
কারবার শেষ করে যেতে হবে ছুঁটে।

আহরিত জীবিকারে মূলধন করি,
কখনযে ছুঁটে যাব অক্ষটি ছাড়ি।
দুঃখটি অক্ষটির দেখেনি সে মোরে
কায়াহীন ছায়াহীন বাস তার ঘরে।

অক্ষরে বললাম দাও যদি মাটি-
জল বায়ূ অগ্নি বা দাও কিছু খাঁটি,
যা দিবে নিজ দেশে গৃহখানি হবে
প্রতিদানে ভুগে যাব অন্তহীন ভাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন