পৃষ্ঠাসমূহ

আমার কবিতা পড়ো না

আমার কবিতা পড়ো না
আবুল কাসেম তারা
----------------------
বিষ, মধু, মোহ, দ্রোহ, প্রেম, দুঃখ, সুধা, যন্ত্রনা।
বর্ণ, মাত্রা, ছন্দ মিলে জন্মায় পঙক্তি, হয় কাব্য রচনা।
যদি ভাল লাগে, মিষ্টি সমুদ্র পাবে, পাবে অনন্ত ভাবনা,
যদি চরিত্রে ঘা লাগে তবে আমার কবিতা কভু পড়ো না।
আমি জানি, আমি আমার জন্য নই, আমি মানুষের।
আমি ঘৃণিতের ঘৃণা বরণ করে পংক্তি গড়ি বিতর্কের।
এই ধরিত্রী, বিস্তৃত আকাশ সহ সব তোমার আমার,
এখানে কেউ লুটেরাজ, বিষদিগ্ধ ঘাপলার, কেউ অনাহার।
আমি কবি, আমি ছন্দ, নেই গোত্র, আমি মানুষের মানব অর্ঘ্য।
মৃত্যু ভয়? আমি নির্ভীক! মৃত্যু আছে, তবে ভয় নেই, করি তর্ক।
জানি নির্বোধ কাপুরুষ চিরকাল চলে স্বৈরীর পশ্চাৎ পিছু,
স্বৈরীর মল চেটে চলে, তিলে তাল বলে যায় অজস্র ছুঁচু।
আমি ভালবাসি অকপট ললনাকে, যার নির্মলা সাদা চোখ,
নেই লোভ, নেই ঈর্ষা, যার হাসিতে মিলে যায় স্বর্গের সুখ।
ভালবাসি নির্ভীক যুবকের দেশপ্রেম, আছে মন, আছে সম্ভ্রম,
পিতার বক্ষে থাকা শান্ত শিশু মাতৃকোলে মাথা রেখে দেয় ঘুম।
স্বাদ, সুগন্ধ, প্রেম, বিরহ, দুঃখ, দ্রোহ, সুধা, যন্ত্রনা।
বর্ণ, মাত্রা, ছন্দ মিলে হয়ে যায় পঙক্তি, হয় কাব্য রচনা।
যদি ভাল লাগে, অমৃত সমুদ্র পাবে, জাগবে অনন্ত কামনা
যদি চরিত্রে ঘা লাগে তবে আমার কবিতা কভু পড়ো না।


আমার কবিতা পড়ো না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন