পৃষ্ঠাসমূহ

তারায় মিলিয়ে যাবো

তারায় মিলিয়ে যাবো
আবুল কাসেম তারা
---------------------

ভালবাসা মোর বিফল হল, তবু তোকে ভালবাসি,
মনে মনে প্রিয় তব আকাশে নিভৃতে বাজাই বাঁশি।
তুমি ফিরে যাও, যাও সে পথে রঙিন রাজার দেশে
রবনা পিছু, রবেনা কিছু, ভেবো গেছে সব ভেসে।

আমি আকাশের গায়ে তারায় মিলিয়ে যাবো,
গগণ হতে নীল রঙ মেখে তব অধর ছোঁব।
গোপনে মম মিলবো তোমাতে মউ গভীর রাতে
রাঙা অধরে চুম রেখে যাবো নীরবে অজ্ঞাতে।

আকাশের গায়ে চাঁদ হয়ে যবে তব ললাটে ছোঁব,
বাতায়নে আসি বাতাসে মিলিয়ে কেশগুলো নাড়াব।
শ্রাবণের স্রোতে ভেসে যাবে মোর প্রাণের ভালবাসা
তব জমিন ভিজে যায় যদি মিটে যাবে সব আশা।



তারায় মিলিয়ে যাবো













কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন