পৃষ্ঠাসমূহ

ফিরে এসো মোর বিষন্ন বুকে

ফিরে এসো মোর বিষন্ন বুকে
আবুল কাসেম তারা




ফিরে এসো মোর বিষন্ন বুকে আবুল কাসেম তারা




ফিরে এসো মোর বিষন্ন বুকে
আবুল কাসেম তারা
--------------------------------


আমি শুকনো ধূলো আর খরখরে ক্ষুধার্ত মাটি
বৃষ্টি হয়ে যদি তুমি বয়ে যাও মোর বিষন্ন বুকে
তব সুমিষ্ট রস আস্বাদনে যবে মোর মেটবে ক্ষুধা
যা আমার চির কাঙ্ক্ষিত জীবনের অমৃত সুধা।

তুমি কি জানো না মোর গহীনে কত জল কত সুধা?
সুমিষ্ট রস আস্বাদনে বৃক্ষকূল তার মেটাচ্ছে ক্ষুধা?
তুমি কি জানো না তুমি মোর বুকের পরে প্লাবন ছিলে?
তবে কেন তুমি মেঘ হয়ে দূর আকাশেই চলে গেলে?

অন্তহীন ভালবাসার বুকে খরখরে বিদীর্ণ হাহাকার
চাওয়া না পাওয়া অমীয় স্পৃহা মিলেমিশে একাকার
তুমি সুখী হও যত দূর যেতে চাও যাও নীলের বুকে
আমার বিষন্ন কাঙ্ক্ষিত চোখ চেয়ে থাক তোমার দিকে।

ঐ নীলে তারকার মেলায় ঠাঁইহীন সন্দিহান আলয়ে
যেদিন ঠাঁই খুঁজে পাবে না ফিরে এসো মোর বিষন্ন বুকে
তব সুমিষ্ট রস আস্বাদনে যবে মোর মেটবে ক্ষুধা
যা আমার চির কাঙ্ক্ষিত জীবনের অমৃত সুধা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন