পৃষ্ঠাসমূহ

যোগ চিহ্ন

যোগ চিহ্ন
আবুল কাসেম তারা

যোগ চিহ্নটি যেন অবিকৃত বাসনার অকৃত্রিম বহিঃপ্রকাশ
সৈকতের বালুকা বেলায় চিহ্নটিরে তরঙ্গ এসে করে গ্রাস।

বৃক্ষ বাকলে খোদিত করা বর্ণ যুগলে যোগ চিহ্ণটি দেখা যায়
কখনো জাহাজের গায়ে লেগে থেকে বহুকাল পাড়ি দেয়।

যোগ চিহ্নটি স্কুল কিংবা পরিত্যাক্ত দেয়ালেও লেগে আছে
কতো আবেগাপ্লুত হৃদের সুপ্ত বাসনা নীরবেই বয়ে গেছে।

যোগ চিহ্নটি প্রেমের অমিত আবেগে বিবেক লুপ্ত করে
কত প্রেমিক দেহটি খোদিয়ে চিহ্ন অঙ্গে রেখেছে ধরে।

প্রেমের এ অমিয় বাসনার বিপরীতে দাঁড়িয়ে হে অপরূপ!
তোমার যোজনে বাসনাকে দেখো তুমি সংসর্গের তদ্রুপ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন