পৃষ্ঠাসমূহ

এক কুঠুরে

 এক কুঠুরে
 আবুল কাসেম তারা
==============
পাশা-পাশি দুই ভোমরা
এক প্রাণেতে এক দেহেতে
এক ভিটেতে বসত করে।
দূরে যা সব যতই দূরে
কাছে পেতে হৃদয় কাড়ে,
দূরের যা সব আপন করে।
তবু কেন ভোমরা দুটো
পাশা-পাশি বাস করেও
সারা জীবন এক কুঠুরে
কেউ কারো যে দেখে না রে!

আপন আলয় পরশমণি
খোঁজে ফেরে কি কি জানি
একই ব্যাথায় একই রূপে।
এক সমানে নদীর স্রোতে
একই ভাবে একই সাথে
দুখঃ বেয়ে যায় একই পথে।
এক প্রেমেতে পাগল-পারা
খোঁজে ফেরে একই ধারা
সারা জীবন এক কুঠুরে
কেউ কারো যে দেখে না রে!

জনম জনম থেকো পাশে
আপন টা মোর যত কাছে
এত দূরে আর কিছু নাই।
মনে রেখো তোমাকে চাই
প্রাণের সুতোয় গেঁথে রেখো
আমার মাঝে তোমায় দেখো।
তোমার দুটো নীল তারকা
জনম জনম যাবে দেখা-
সারা জীবন ঐ কুঠুরে
দেখে যাবো অমন করে!











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন