পৃষ্ঠাসমূহ

অপরূপা

অপরূপা
আবুল কাসেম তারা
------------------
এ মনোহর নয়ন কাড়া বিশ্বালয়ে অবাক করা
স্বয়ং তুমি সাজিয়ে দিলে কত রূপে মাটির ধারা।
নয়ন তারায় ছুঁয়ে যায় যে কৃষ্ণচূড়ার রঙিন কায়া
আঁখি পাতে রাখলে আঁখি লাগে যেন তীব্র মায়া।
মায়াবিনীর কেশর উড়ে চঞ্চলা ঐ মেঘের মতন
ছুঁয়ে দিতে বাহু নড়ে কেশ ছুঁয়ে তার করি যতন।
ওষ্ঠ যুগল মিষ্টি মেয়ের কথা বলে পাপঁপড়ি নেড়ে
বুকের গৃহে হৃদয় নাচে গোপন প্রিয়ার কড়া নাড়ে।
ভাজে ভাজে কত রূপে আঁকছে তিনি দেহ খানি
এই নয়ন কাড়া অপরূপার বিশ্বালয়ে চরন ধনি।
ধারার বুকে শত রূপে জুড়িয়ে যায় যে নয়ন তারা
স্বয়ং তুমি সাজিয়ে দিলে কত রূপে মাটির ধারা।

1 টি মন্তব্য: