পৃষ্ঠাসমূহ

নিষ্পাপ



নিষ্পাপ
আবুল কাসেম তারা

তোমার প্রকান্ড পান্ডুলিপিতে আমার চরিত্রটা তুমি লিখছো,
তুমি লিখছো আমার উদয়, অস্ত,পরকাল, আমায় নিয়ে যা ভাবছো,
সূচনা লগ্নে আমার চিৎকারে ঐ আলোকিত সূয্যিটা হেসেছিল,
চার দিকে মাতাল বাতাস বার্তা নিয়ে দিক দিগন্তে ছুঁটছিল।

তুমি তোমার ইচ্ছেমত লিখে যাও, লিখো যেমনি খুশি,
আমার কিবা সাধ্য আছে, আমার ইচ্ছেতে তুমি লিখবে ভূয়সী?
তোমার পান্ডুলিপিতে যা লিখছো তা তোমার কাব্য লিখন,
যা লিখছো তোমার ইচ্ছে মতন, আমি তা করছি যখন তখন।

আমি আঁধার জলে নিমজ্জিত ছিলাম, জানি নিষ্পাপ এসেছি,
আমাকে রচনা করছো তুমি যখন আমি যে রূপে আছি
আমি নিষ্পাপ, করনা পাপী, যা লিখে যাও তাতে আমার কি?
তব পান্ডুলিপিতে তোমার ইচ্ছেতেই এক চরিত্র নিয়ে এসেছি।

তুমি পুণ্য লিখো দুঃখ নেই, তবে অন্যায় কেন তুমি করাবে?
যাকে পাপ বল তুমি, কেন করিয়ে আবার পাপিষ্ঠ বলে জড়াবে?
তুমি ন্যায় কে যদি সরল পুণ্য করে তোমার ইচ্ছেতে লিখে যাবে,
তবে কেন তোমার রচিত পাপের শাস্তিটা তুমি শুধু আমায় দেবে?

লিখতে লিখতে আমাকে নিয়ে তোমার গল্পটি লেখা শেষ হবে,
নগণ্য নয়তো গণ্য করে তুমি কোন এক চূড়ান্তে নিয়ে যাবে।
প্রিয় হে! কেন এত নিষ্ঠুর তোমার কলমের ঐ শেষের লেখা টা-
শেষান্তে তুমি মাটির গভীরে পুঁতে দিয়ে টেনে যাও যবনিকা।

নিষ্পাপ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন