পৃষ্ঠাসমূহ

বিস্ময় সচেতন।

বিস্ময় সচেতন।
আবুল কাসেম তারা
--------------------
মঙ্গল! তুমি কি খুব দুর্বল হয়ে গেছো?
তোমাকে তরুণ ভেবে ভেবে 
আজ দেখছি তুমি শুধু শুয়ে শুয়ে খাচ্ছো।
আজ অমঙ্গল বীরের বেশে গ্রাম থেকে গ্রাম,
শহর, নগর, দেশ থেকে দেশ ছড়াচ্ছে,
বিশ্ব চরাচারে সেইতো দাবিয়ে বেড়াচ্ছে।
তোমার জন্মের কত পরে এসে অমঙ্গল 
তোমাকে অচল বৃদ্ধ বানিয়ে হা হা করে হাসছে।
তবুও তুমি বলছো তুমি তরুণ, তুমি আক্ষয়,
তুমি চির চেতা, চির শক্তিমান অমর বিস্ময়।
তবেকি তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে নির্বোধ অচেতন?
একবার তোমার আয়েশের ঘুম ভাঙো, দখো 
কাঁধের উপর দাঁড়িয়ে নাচছে আজকের বিস্ময় সচেতন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন