পৃষ্ঠাসমূহ

বাহারি ফুল

বাহারি ফুল
আবুল কাসেম তারা (16.03.2017)
------------------------------------
এখানে এখন যেন ধূলো মাটির হাহাকার পথ
রসহীন দারুন তপ্ত লাগা খরখরে এই বিছানা!
বিশাল আকাশটির দিকে চেয়ে থাকে আশা,
কখনো দেখি কালো মেঘের ভয়াল হাসি,
বজ্রপাতের বিষ্ফোরণে সহসাই কেঁপে উঠি,
কখন এক পশলা বৃষ্টি হবে, তৃষ্ণা মেটাবে মাটি।

সবুজ রঙ বিবর্ণ হয়েগেছে সেই কবে,
কুঁকড়ে গেছে উন্মত্ত উদ্ভিদের শাখা প্রশাখা!
ক্ষুধার্ত ছত্রাক আর ভাইরাসের ওদরে-
সবুজ ও সোনালী রঙ মল হয়ে ঝরছে।
কাঙ্খিত অন্ন দানা যেন চিটা হয়ে গেছে,
আশান্বিত হাত আশাতীত পাওনাই বুঝে নিচ্ছে!

এ’বেলায় হাত বাড়িয়ে এ’মন যা চেয়ে পেল,
মনের গাঠুরিতে সব কষ্ট করেই তুলে নিল!
কোন দিন যবে বর্ষা এসে অঝরে ঝরে যাবে,
তপ্ত মাটি প্লাবিত করে হয়তবা সব পূর্ণ করে দেবে।

জানি প্রেমের কাঙাল কভূ প্রেম খুঁজে পায় না,
পৃথিবীর শেষ পথ থমকে দাঁড়ায় তবু আশা ছাড়ে না।
একদিন কোকিলেরা চারিদিকে গান গেয়ে কাঁদে,
কাঙাল প্রেমিক সেদিন ভেসে যায় শেষ আহ্ণাদে।
বিবর্ণ আশ্বাস, কৃত্রিম হাসির মাঝে দেখি বাহারি ফুল,
বুকে বুক রেখে পিঠে ছুড়ি মারে কৃত্রিম সবুজ মুকুল!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন