পৃষ্ঠাসমূহ

কথা দাও

কথা দাও
============
এমন একটি কথা দাও, যে কথা কষ্টের হলেও
যত’সব বিদীর্ণ যন্ত্রনা গুলো একাকার হয়ে যায়!
যাতে বিকচ মূলে এক ফোঁটা মিথ্যে থাকবে না
যা অকপট, গুপ্ত গুমট ছল মুক্ত খাঁটি মৃত্তিকাময়!

অনামিকা! এই আঙ্গুরীয় তোমার আঙুলে বেমানান,
যদি স্বচ্ছ দর্পণে তাঁকিয়েও তুমি তোমায় না দেখো!
নির্মল ডাহুকের চোখ ফলদ ভেবে জড়াবো ফাঁদে,
অনন্তকাল বহ্নিদাহে পুড়ে পুড়ে নিভৃতে হবো ক্ষত!

কথা দাও! দাবী নিধনের রক্তাক্ত দু’খানা হাত,
টুটি চেপে ধরা শক্ত আঙুলের বিগর্হ যত কাজ-
গুটিয়ে নিয়ে ধুয়ে মুছে শিশুর কামনা পূর্ণ করে,
স্বার্থ বিসর্জিয়ে শুদ্ধিতে নিজেকে করে নিবে ভাজ!

এমন একটি মানচিত্র দেবে! যার লালে রক্ত নেই?
ঘন সবুজে চারপাশ ঘেরা মাঝখানে লাল গোলাপ!
ষোল কোটি প্রজাপতির নিরাপদ আকাশ পাতাল
এমন একটি কথা দাও! যা শুনে লাগে না প্রলাপ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন