পৃষ্ঠাসমূহ

একমুঠো প্রেম

একমুঠো প্রেম
আবুল কাসেম তারা
----------------------
আমি তরুণ, যৌবন আমার যত দিন আছে
বয়সের অবিরাম বেড়ে চলার পথ থেকেই
ফিরে আসি অহর্নিশ পঁচিশ বয়সের কাছে।
খুব যে আঁকতে ইচ্ছে করে প্রজাপতির ছবি!
পুষ্পের ফুটন্ত পাঁপড়ির গায়ে শিশিরের জল!
মন এঁকে যায়, ছন্দে ছন্দে হয়ে উঠি কবি।

যখন চুল পেকে যাবে, মুখ না’হয় দেখবো না।
শিশুদের সাথে হাসতে পারা এই চোখ-মুখ
প্রকৃতির খেয়ালে হেসে যাবে কভু থামবে না।
বিবেকের প্রখর সূয্যিটাকে রাখবো দুপুর করে,
জানি মৃত্তিকা আমায় ডাকবে সময়ের শেষ ডাক,
তারুণ্যের শেষ হাসিও হেসে যাবো শেষ পাড়ে।

আমার প্রেমিকার চোখের কোণে রক্ষিত প্রেম
শ্রাবণ মেঘের ধারায় বয়ে যাবে যবে কোনদিন!
আজি এবেলায় হাত ধরে হাঁটার তীব্র স্বপ্ন বুনন
হয়তো পারবো না হতে হতভাগীর হাতের কাঁকন!
তবুও একমুঠো প্রেমের লাগি বাতায়ন রইল খোলা
একদিন একলা পথের বাঁকে গোপনে পড়বো মালা।

আমি তরুণ, যৌবন আমার যত দিন আছে
ঝঞ্ঝাটের রাতে নুয়েপড়া যুবকের মাথার উপর
রবো প্রতিরোধী ঢালের ন্যায় তার প্রাণের কাছে!
আমার এই বয়ে চলা বয়সে যৌবনের তীব্রতা যত
মায়ের আঁচল জুড়ে, বোনের হৃদয় ছুঁয়ে থাকবে
শত বছরেও তারুণ্যের হাসি পঁচিশের মতই রবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন