পৃষ্ঠাসমূহ

খাঁটি সোনা

খাঁটি সোনা
আবুল কাসেম তারা
---------------------
পথের ধূলো কুঁড়িয়ে দেখি খাঁটি সোনা
দেহে ঘষে মিলিয়ে দেখি একই কনা।
পদযুগল কোথায় ফেলে চলছি আমি
ভাবিনিতো এই দেহটাই সোনার জমি।


রক্ত গুলো জলের সাথে মিলে যাবে
বর্ণ গুলো মাটির বুকে বয়ে যাবে।
চরণ তলে কতো রাজার অণুকণা
মাটি যে তুই বুঝতে পারি খাঁটি সোনা।


প্রিয় মাটি, যেদিন খাঁটি মাটি হবো
করিস যদি একটি নতুন রাস্তা হবো।
কঁচি শিশু হেঁটে যাবে আমার বুকে
হাঁটতে গিয়ে ফেলবে পলক আমার মুখে।


আজকে আমায় বন্ধু যারা শত্রু ভাবিস
বন্ধু হয়ে আমার কাছে ফিরে আসিস।
অনেক সময় অনেক কথা বলি যাদের
ভাবিস নারে শত্রু আমি কভূ তোদের।


আমার বর্ণ তোমার বর্ণ অন্য রকম
একদিনতো হতেই হবে একই রকম।
মিথ্যে শুধু রাজা হওয়ার স্বপ্ন দেখা
বুঝবে সেদিন ভাববে যেদিন একা একা।


প্রাণ গুলোরে দেখবে যেদিন তোমার প্রাণে
মারলে কারে কাঁদবে সেদিন পরম ঘ্রাণে।
গোত্র কারো হিন্দু না হয় মুসলমানের
সত্য শুধু আমরা সবাই একই জনের।


খোঁজবে যেদিন তোমার মাঝে ষোল আনা
হয়তো সেদিন খোঁজে পাবে খাঁটি সোনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন