পৃষ্ঠাসমূহ

তোমাকেই ভালবাসি

তোমাকেই ভালবাসি
আবুল কাসেম তারা
=============

তোমাকে ভালবাসিনি তো কাকে ভালবেসেছি?
তোমার সোনা রঙের পরে-
বৈরীর বিকৃত দৃষ্টি,
হায়েনার বিক্ষিপ্ত থাবা,
পিশাচের লালায়িত বিষাক্ত দাঁত ভেঙে দিয়েছি।

তোমাকে ভালবাসিনি তো কাকে ভালবেসেছি?
ভয়াল শ্বাসরুদ্ধ একাত্তর-
মার্চ থেকে ডিসেম্বর,
টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত,
দেহপ্রাণ উৎসর্গ করে তোমাকে আমি পেয়েছি।

তোমাকে ভালবাসিনি তো কাকে ভালবেসেছি?
তোমার সোনা রঙের চরণে-
দেহ থেকে রক্ত দিয়ে,
আলতা রাঙিয়ে সেদিন,
আমি আমার মৃত্যুঞ্জয়ী বিজয়ের গান গেয়েছি।

তোমাকে ভালবাসিনি তো কাকে ভালবেসেছি?
তোমার জন্য প্রতিটি মিনিটে-
আট জন করে মরেছি,
ত্রিশ লক্ষ প্রাণের মূল্যে,
প্রিয় হে স্বাধীনতা তোমাকে আমি পেয়েছি।

তোমাকে ভালবাসিনি তো কাকে ভালবেসেছি?
বুড়িগঙ্গা, শীতলক্ষা স্বাক্ষী আছে আজো-
ধলেশ্বরী থেকে পদ্মা, মেঘনা, যমুনার বুকে,
রক্ত স্রোতে লাশের প্রবাহে ভেসেছি,
শেষান্তে আমি মৃত্যুঞ্জয়ী বিজয়ের গান গেয়েছি।

তোমাকে ভালবাসিনি তো কাকে ভালবেসেছি?
আমিতো আমার সব হারিয়েছি-
আমি উৎসর্গ করেছি শিশু,
নব বধু, প্রিয় বোন, প্রিয় পিতা,
আমি আজো এই অন্ধকারে তোমার বিজয়ের পতাকা ধরে আছি।



তোমাকেই ভালবাসি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন