পৃষ্ঠাসমূহ

সুন্দর মরেগেছে

সুন্দর মরেগেছে
আবুল কাসেম তারা
---------------------
সুন্দর! তুমিকি সত্যিই মরে গেছো?
ধুকে ধুকে পুড়ে পুড়ে পঁচে গেছো?
এখন ঘুম থেকে উঠে নদীপাড়ে গিয়ে
তোমার অস্তিত্ব খুঁজতে যেন চোট লাগে বুকে!
কলতান জলের শব্দ শুনিনা সেই কবে থেকে।
গাংচিল ভাসতে দেখি না জলে জলে,
শুশুম মাছেরা খেলছেনা কোন পলে পলে,
পালতোলা নৌকা, জোয়ার ভাটা খুঁজলাম ছাঁইয়ের তলে,
যখন দেখি তুমি নেই, মলের গন্ধ ভেসে আসছে পাতালে,
টলটলে মিষ্টি জল টুকু খুঁজে পেলাম চোখের নোনা জলে!
সুন্দর! তোমার যেটুকু আছে তাও পুড়ে যাচ্ছে।
পুড়ে যাচ্ছে সুন্দর বন, পুড়ে যাচ্ছে সুন্দর মন।
দেশপ্রেম ছাঁই হয়ে গেছে সেই কবেই,
প্রেমের মাইক বাজে, প্রেম কাঁদে, শুধু জল নেই।
চারদিকে তাঁকিয়ে দেখি সুন্দর মরে গেছে
ভূতুড়ে বানরে দেশ ভরে গেছে।
স্মৃতির আষ্ফালন, মমত্বের বোবা চিৎকার এই পাতালে,
টলটলে মিষ্টি জল টুকু খুঁজে পেলাম চোখের নোনা জলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন