পৃষ্ঠাসমূহ

সত্যটা ক’জন বলতে পারে?

সত্যটা ক’জন বলতে পারে?
আবুল কাসেম তারা
-------------------
দু’টি চোখ কতো কিছুইনা দেখে যায়...
সত্য মিথ্যা সব কিছুইযে কর্ণ শুনে নেয়
মুখ কতোরকম করে কতো কিছুইযে বলেনারে
সত্যটা ক’জন দেখে, ক’জন শোনে, ক’জন বলতে পারে?
এখন হাবুরাও মিথ্যে বলতে-লিখতে পারে
চতুর বাবুরা তবে আরো কতো কিইনা জানি করে
আবেকটা বিবেকের কাঁধে চড়ে তিড়িং নাচে
কেউ হাততালি দেয়, কেউ বুঝতে পারে সেযে আসল বাজে।
দেখছি কাপুরুষ চিরকালই হেঁটে চলে সবলের লেজের পিছু
তোষামোদ, তেলমারার কৌশল সহ জানে তারা অনেককিছু
উপহাস, ইতিহাস, গর্ব, যুক্তির আকার প্রকার
সবলের মল দাগ চেটে চেটে মুছে দিয়ে একদিন বনেযায় রাজার আকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন