পৃষ্ঠাসমূহ

তারা

তারা
আবুল কাসেম তারা
----------------------
যখন আমি মাটিতেও থাকি না
শূণ্যেও থাকি না-
কষ্টহীন মৃত্যু আমাকে তার বুকের পাঁজরে
সযত্নে ক্ষণিক জড়িয়ে ধরে।
অতঃপর আমি
পরিতৃপ্ত হয়ে ফিরে আসি মাটির দুয়ারে।
সূর্য উঁকি দিয়ে ওঠে
পথ বাতলে দেয়-
কোন দিন মৃত্যু আমাকেই দারুণ কষ্ট দেবে
সেদিন ফিরবো না
সূর্যও উঠবে না।
আমার এমনই ধারা
আমি এক অদৃশ্য দূরান্ত তারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন