পৃষ্ঠাসমূহ

স্বাধীনতার অবস্থা

স্বাধীনতার অবস্থা
আবুল কাসেম তারা
-------------------
ঊনপঞ্চাশ বছর আগে বিজয় এসেছিল
স্বাধীনতার গান গেয়ে হেসেছিল।
তারপর-
স্বাধীনতাকে শোকেসে রেখে দিল
স্বাধীনতা কি থেকে কি হয়ে গেলো!
স্বাধীনতা হীরের খন্ড
পূর্ণ করল চাঁদের ভান্ড
মাটি পেলো মুলোর দন্ড!
অতঃপর-
স্বাধীনতা যায় বনবাসে
ঊনপঞ্চাশ বছর ধরে বছরে একদিন বিজয় আসে
চন্দ্রলোক এদিন উল্লাসে নাচে
স্বাধীনতার নেই হীরের খন্ড
স্বাধীনতা পেলো মুলোর দন্ড!
তারপর-
ঐ দিকে, ধর ধর ধর....ওকে ধর!
এই দিকে-
ব্যাগ ভর
বস্তা ভর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন