পৃষ্ঠাসমূহ

আমি যেতে চাই

আমি যেতে চাই
আবুল কাসেম তারা
==================

পৃথিবীর এ-পার থেকে ও-পারে
এই পদ্মফোটা সবুজ দুরবার পথ পেরিয়ে
আন্টেলোপ ক্যানিয়নের গভীর গিরিখাতের কাছে
রোমানিয়ার অলৌকিক জলপ্রপাতে ভিজে
যাবো ভাধু আইল্যান্ডের নয়নাভিরাম নীল জ্বলা সৈকতে।

আমার চারদিকের বেষ্টনী ‍খুলে দাও
বৈষম্য ছিঁড়েফেলো, দিগন্তে ছুঁটতে দাও!

আমি যেতে চাই
এখান থেকে অনেক অনেক দূরে
আমার এই অপরূপ পৃথিবীর পথে পথে
কলম্বিয়ার ক্যানো ক্রিস্টাল রিভারের বুক থেকে
এক অঞ্জলি তৃষ্ণা মিটিয়ে, রঙিন পানিতে মুখ ধুয়ে
গিয়ে বসবো আয়ারল্যান্ডের লাভা মালভূমির নিখুঁত স্তম্ভে।

আমার চারদিকের কাঁটাতারের বেড়া ‍খুলে দাও
বৈষম্য মুড়িয়ে ফেলো, দিগন্তে ছুঁটতে দাও!

আমি যেতে চাই
আমার প্রতিকৃতি যতো দূর ছড়িয়ে
নীল নদের তীরে অবগুণ্ঠিত নীল চোখা ময়ূরীর কাছে
টুয়েলভ এপোস্টেলসের অভূতপূর্ব সোনালী দৃশ্যে যাবো হারিয়ে
আটলান্টিকের তীরে নামিব মরুভূমির বালিয়াড়ির গোলাপী ক্যানভাসে।
ইংল্যান্ডের হোয়াইট ক্লিফস অফ ডোভারের শ্বেত মৃত্তিকার শুভ্র বুকে।

আমার পৃথিবীতে আমাকে সম্পূরক স্বাধীনতা দাও
তোমাদের বৈতংসিক কামনা রুদ্ধ করো, দিগন্তে ছুঁটতে দাও!

অতঃপর; সহসা দুই ফোটা জল
কখন যে বুকের জমিনে গড়িয়ে গড়িয়ে কাঁদছিল
কুড়ে ঘরে মৌ'মাছিটির প্রসবিত মৌছানারা ডাকছিল
চরণ ছুঁয়ে মৃত্তিকার কাঁতর আকুতি বার বার অজ্ঞাতে হই জ্ঞাত
সবুজ আঁচলে চুবে যাওয়া রক্তধারা থেমে থেমে এখনো প্রবাহিত
আমার স্বাধীনতা এখন এমনই একটি গল্পের মত!
যেন তালাবদ্ধ মুখ বোবা চিৎকারে সহসা হচ্ছে ক্ষত!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন