পৃষ্ঠাসমূহ

অন্তিম দুয়োরে

অন্তিম দুয়োরে
আবুল কাসেম তারা
============

আল্লাহকে বিশ্বাস করে না যিনি, তিনিতো নিজেকেই চিনেনি।
নান্দনিক আলোতে তিনি উদ্ভাসিত, তাঁর বিস্তৃত চারিধার,
অন্ধরা দেখে না কভূ তাঁর রূপ, তাঁর মাহাত্ম্যকে করে খর্ব!
মিথ্যেই বিধাতাকে নিয়ে তাদের সাথে করা যায় শুধু তর্ক!

আমিতো দেখেছি ঠিক আমার নিকটে আল্লাহর আগমন;
দুই সমুদ্রের তরঙ্গে সাঁতার কেটে তিনি করছেন অবগাহন।
দিশাহীন আমি, দুয়োর বন্ধ করে অন্ধকারে খুঁজেছি তাঁরে,
পৃথিবী পেরিয়ে, গিয়েছি অজানা জগতের অন্তিম দুয়োরে।

মিনতি করেছি তাঁরে, তাঁর কৃপাময় দীপ্তমান হাতে চুম্বন করে,
তাঁর চরণে মাথা রেখেছি যবে পেয়েছি সে হাত মাথার উপরে!
তিনি মহীয়ান, তাঁর আধারে লুটিয়ে দেখেছি ঐ অমোঘ আরশ।
ধীরে ধীরে দুই সমুদ্রের জল প্লাবিত হলে দারুণ লাগল পরশ!

খুলে গেল দু’টি আবদ্ধ দুয়োর, ফিরে দেখি পৃথিবীর সবুজ মাটি।
মুছে গেছে সব কালো দাগ, দুঃখ, হতাশা ঘুচেছে দেখল আঁখি।
বুঝে গেছি তিনি ডাকলে আসেন নয়তো বা শুধু চেয়েই থাকেন,
দু’টো সমুদ্র ভাসিয়ে দিলে তাঁতে তিনি সুখের সাঁতার কাটেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন