পৃষ্ঠাসমূহ

হীরামন পাখি

হীরামন পাখি
আবুল কাসেম তারা
=============
কামিনীকে বললাম, ওগো! সুরের বন্দনা করো
তাতে তোমার আলোক ছটা রোদ্দুরে ধেয়ে যাবে
আলো থেকে আলোতে সৃজিবে প্রণয়ের প্রত্যয়
যদি ছায়া এসে চুম্বন করে, তখন বুঝবে তুমি
মিলনের সন্ধিক্ষনে ছায়ার ষ্পর্শ কেমন মধুময়!
আবির হাতে এক অঞ্জলি অন্ধকার ঢেলে দিয়ে
ধুয়ে মুছে দিব তোমার যত সব বিবর্ণ অবক্ষয়!

কামিনী! তব মৃত্তিকার বুকে প্রসবিত কান্না গুলো
হাসির ছলে হেসে হেসে ম্লান করে দিয়ে দেখো-
আবর্জনার স্তুপ যা সকল ধুয়ে গেছে সরল পথে
সৃজিত হবে সবুজ প্রান্তর, বন্দনা হবে অবিনশ্বর।
জানি পাষানের বুকে জল থাকে না, কভূ গলে না,
কোনদিন চূর্ণ হয়ে বিছিয়ে দেয় তার আপন মহিমা
পাথরের কান্না পাথরের মতই, তাই কেহ শোনে না!

কামিনীকে বললাম, ওগো! চাহ যদি হাতটি ধরো
অধরে ছড়িয়ে দাও তোমার ঐশী নিগূড় আলেখ্য!
প্রষ্ফুটন ঘটাও পুষ্পমঞ্জুরির মুঠো মুঠো প্রেমের লাগি
কত শত দুঃখ নিয়ে কে কখন সুখী, করো প্রত্যক্ষ।
ভেবো না সব হাসিতেই নৈসর্গিক হাসি ফুঁটে উঠে
সব কান্নাও কেউ দুঃখে কাঁদে না, ভেবো পরোক্ষ-
পাবে হীরামন পাখির দেখা কোন এক নিঝুম পথে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন